
প্রকাশিত: Fri, Dec 30, 2022 3:39 PM আপডেট: Mon, May 12, 2025 8:33 AM
ঠগিরা যখন বড় বড় প্রতিশ্রুতি নিয়ে ঠকাতে আসবে
হেলাল মহিউদ্দীন
‘অনলাইন লটারিতে আপনার নাম উঠেছে। এক মিলিয়ন ডলার জিতেছেন। ক্লেইম করতে আপনার ব্যাংক একাউন্টের তথ্য দিয়ে সংযুক্ত ফরমটি পূরণ করুন’। মানুষজন খুব চালাক হয়ে গেছে। ফরম পূরণ করে না। ‘জ্বি আচ্ছা, জলদি ট্যাকাটা পাঠান’ ধরনের উত্তরও দেয় না। উল্টো এক ক্লিকে সোজা স্প্যাম ফোল্ডারে পাঠায়। কারণ তাঁরা জেনে গেছেন সকলই গরল ভেল। ইমেইল আসে, ‘আমি রবার্ট মুগাবের উপপত্নী। ব্যাংকে ৫ মিলিয়ন ডলার অলস পড়ে আছে। সরাতে পারছি না। আপনাকে বিজনেস পার্টনার বানালাম। ব্যাংক একাউন্ট নাম্বারটি দিন। ২০ শতাংশ হিসেবে এক মিলিয়ন আপনার’ অ্যাকাউন্টে জমা হয়ে যাবে’।
মানুষজন স্প্যাম রিপোর্টিংসহ ব্লক করে দেয়। একই ভাষ্যের পরের ইমেইল আসে নরিয়েগার শ্যালিকার কাছ হতে। আবারো স্প্যাম-রিপোর্টিংসহ ব্লক। আবারো আসে ইদি আমিনের নাতনির কাছ হতে। আবারও... ঠগিরা প্লটগুলো একশো ভাগ সত্য ঘটনা অবলম্বনেই সাজায়। উপপত্নী, শ্যালিকা ও নাতনিদের ভান্ডার সমৃদ্ধÑ এটাই মহাসত্য। এটাই বিশ্বাসযোগ্য। সেজন্যই সেসব ঠগিদেরও প্লট। আম-পাবিলিকের জন্যও শিক্ষণীয়। ঠেকে-ঠকে তাদের ভালোই আক্কেল হয় কপাল আসলে শিকে ছেঁড়ার জন্য নয়। তবু শুরুর দিকে এসব ইমেইলই মানুষজনের দিল খোশ করে দিতো। ‘কী জানি হলেও তো হতে পারে, পেয়েও তো থাকতে পারি’ ভেবে তাঁরা ফুরুফুরে মন-চনমন চঞ্চলতার দারুণ এক আনন্দ অনুভব করতেন। মুগাবে-নরিয়েগার স্বজন জাতীয় মানুষদের বাইরের আমজনতার জন্য নতুন বছরও একই রকম। শুরুর দিকে ফুরুফুরে মন-চনমন চঞ্চলতার দারুণ এক আনন্দ-অনুভূতি নিয়ে তাঁরা ভাবেন ‘আগের বছরগুলোতে তো কোনো শিকেই ছিড়লো না, এই বছর সব ক’টা লটারি জিতবো। আলাদিনের চেরাগ হাতে মিলবেই মিলবে।
তারপর দিনের পর দিন ঠেকা খেতে খেতে, ধোকা খেতে খেতে তাঁদের আক্কেল হয়। দৈত্য আলাদিনের চেরাগ হাতে সুদিনের স্বপ্নভান্ডারের প্রতিশ্রুতি নিয়ে দাঁড়ালেও তাঁরা মুখ ফিরিয়ে বলেন ঠগির ঠগি, যা যা, তুই স্প্যামে যা। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কোন কচুটা হবে? যে তিমিরে আছে সকলে, সেই তিমিরেই তো থাকতে হবে শেষ পর্যন্ত। এ বছর কোনো নববর্ষের শুভেচ্ছা জানাব না। ঠগিরা যখন বড় বড় প্রতিশ্রুতি নিয়ে ঠকাতে আসবে, ফাঁদে না পড়ে নির্দ্বিধায় স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে দেবেন প্রত্যাশা এটুকুই। পুরনো বছরকেও বিদায় জানানোর ঢং ঢাং করবো না। যেটা যাবার যাবে। বছরটি এমন কিছু যেহেতু দিয়েই যেতে পারেনি, তাকেও তেল না মেরে তিরস্কার করেই বলি ঝাঁটা মুখে নিয়া বিদায় হ। জলদি দূর হ। পারিস তো একদিন আগেই বিদায় নে। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
